শিরোনাম
নিজ নিজ কেন্দ্রে ভোট দিলেন মেয়র প্রার্থীরা
প্রকাশ : ৩০ জুলাই ২০১৮, ০৯:৫৪
নিজ নিজ কেন্দ্রে ভোট দিলেন মেয়র প্রার্থীরা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনে ভোটগ্রহণ শুরু পরই মেয়র প্রার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সোমবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর প্রার্থীরা তাদের স্ব-স্ব কেন্দ্রে ভোট দিয়েছেন।
রাসিক:


রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এইচএম খায়রুজ্জামান লিটন সকাল সাড়ে ৮টায় রাজশাহী নগরীর স্যাটেলাইট টাউন হাইস্কুল কেন্দ্রের ৫ নম্বর কক্ষে ভোট দেন।


পরে তিনি সাংবাদিকদের বলেন, বিজয়ী যে-ই হোক, রাজশাহীর উন্নয়নে একসঙ্গে কাজ করবেন। এখন পর্যন্ত নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। সাধারণ মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন। আমরা এমন সৌহার্দ্যপূর্ণ পরিবেশই চেয়েছিলাম। শেষ পর্যন্ত এমন পরিবেশই থাকবে। রাজশাহী শান্তির নগরী এখানে কাউকে বিশৃঙ্খলা করতে দেয়া হবে না।


জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে নৌকা প্রতীকের প্রার্থী লিটন বলেন, জয় আসবেই। এরপরও বলছি নির্বাচনে জয়-পরাজয় যাই হোক না কেন সেটা মেনে নেবো। এটা আমি আগেও বলেছি। এখনো বলছি। কারণ নির্বাচনের যাই হোক ফলাফল মেনে নেয়ার মানসিকতা সবাইকে রাখতে হবে।


সিসিক:


সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান সকাল ৮টা ৫৫ মিনিটে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়েছেন।


কামরান জানান, জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। তবে জনগণ যে রায় দেবে তা তিনি মেনে নেবেন। নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারছেন।


এদিসে সিসিক নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী সকাল সাড়ে ৮টার দিকে নগরের রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।


তবে ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নিজের ‘শঙ্কা’র কথা প্রকাশ করেছেন তিনি। বাইরে অপেক্ষমান সাংবাদিকদের আরিফুল হক বলেন, গত রাতে একটি কেন্দ্রের আলো নিভিয়ে ফেলা হয়, জনগণ সেখানে গেলে বন্দুক দেখিয়ে তাদের তাড়িয়ে দেয়া হয়। আমার আশঙ্কা প্রিসাইডিং অফিসার ব্যালটে সিল মেরে আলমিরাতে রেখে দিয়েছেন, যেকোনো সময় ব্যালট বক্সে ভরে দেবেন।


তিনি বলেন, জনগণ ভোট দিলে জনরায় মেনে নিতাম, জনগণের ভোট অন্য কেউ দিলে সেটা মেনে নেয়া যায় না।


বিসিসি:


বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সকাল সাড়ে ৮টার দিকে সরকারি বরিশাল কলেজ কেন্দ্রে ভোট দেন। এরপর তিনি গণমাধ্যম কর্মীদের বলেন, নির্বাচনে যে ফলাফলই আসুক তা মেনে নেবেন তিনি।


সকাল পৌনে ৯টার দিকে সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন বিএনপির প্রার্থী মোঃ মজিবর রহমান সরওয়ার।


জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত লাঙল প্রতীকের মেয়রপ্রার্থী ইকবাল হোসেন (তাপস) ভোট দিয়েছেন মুসলিম গোরস্তান রোডের সৈয়দ আব্দুল মান্নান ডিডিএফ সিনিয়র ও হাফেজি মাদরাসা কেন্দ্রে।


বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদের) মই মার্কার প্রার্থী ডা. মনীষা চক্রবর্তীও সকাল ৮টার দিকে বগুড়া রোডের অক্সফোর্ড মিশন হাইস্কুলে ভোট দিয়েছেন।


একই সময়ে হাতপাখার প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি ওবাইদুর রহমান (মাহবুব) ভোট দিয়েছেন আমনতগঞ্জের মাহমুদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।


সিপিবির কাস্তে প্রতীকের মেয়র প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ কাউনিয়ার বিনাপানি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৮টায় ভোট দিয়েছেন।


এদিকে জাপার দলীয় সিদ্ধান্তে সরে দাঁড়িয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থীকে সমর্থন দেয়া বশীর আহমেদ ঝুনু ভোট দিয়েছেন দক্ষিণ আলেকান্দার শহীদ আলতাফ মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ে।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com