শিরোনাম
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বরিশালে আ.লীগ প্রার্থীকে শোকজ
প্রকাশ : ২৯ জুলাই ২০১৮, ১৮:১৭
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বরিশালে আ.লীগ প্রার্থীকে শোকজ
ফাইল ছবি
বরিশাল ব্যুরো
প্রিন্ট অ-অ+

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনী প্রচারের সময় শেষ হওয়ার পরও উঠান বৈঠক করার অভিযোগে তাকে এই শোকজ করা হয়।


রিটার্নিং কর্মকর্তা মো. মুজিবুর রহমান জানান, নির্বাচন কমিশনের বেঁধে দেয়া সময়ের বাইরে শনিবার সন্ধ্যায় ‘উঠান বৈঠক’ করার অভিযোগে তাকে এই নোটিস পাঠানো হয়েছে। রবিবার সন্ধ্যা ৬টার মধ্যে সাদিক আবদুল্লাহকে নোটিসের জবাব দিতে বলা হয়েছে।


এর আগে হাতপাখা প্রতীকের প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের ওবাইদুর রহমান মাহাবুব লিখিত অভিযোগে উল্লেখ করেন, আওয়ামী লীগের প্রার্থী উঠান বৈঠকের নামে শনিবার সন্ধ্যায় বিশাল সমাবেশ করছেন।


এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন, “বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি, সাদিক পথসভা করছেন। তাতে লোকজনও জড়ো হচ্ছে। বিভিন্ন চ্যানেলে সেই বৈঠকের ছবি আমরা দেখেছি। পরে আমরা তাকে শোকজ করেছি।”


তবে এসব বিষয়ে সাদিক আবদুল্লাহকে ফোন করা হলে তিনি ধরেননি।


উল্লেখ্য, সোমবার সিলেট ও রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশনের ভোটগ্রহণ হবে। আওয়ামী লীগের সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বিএনপির মো. মজিবর রহমান সরওয়ারসহ মোট সাতজন প্রার্থী বরিশালে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


বিবার্তা/আরিফ/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com