শিরোনাম
ভুল চিকিৎসায় অন্তঃসত্ত্বার মৃত্যু
প্রকাশ : ২৮ জুলাই ২০১৮, ১৬:১৭
ভুল চিকিৎসায় অন্তঃসত্ত্বার মৃত্যু
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে হাসপাতালের লোকজন পলাতক রয়েছে।


সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লায় রূপসী বাংলা হাসপাতালে শনিবার সকালে এ ঘটনা ঘটে। ওই নারীর নাম শেফালী আক্তার (২৪)। তার বাড়ী গাজীপুর জেলার সদর থানার ইছড় গ্রামে। তার স্বামীর নাম সাকিবুল হাসান।


শেফালির মা আমেনা আক্তার জানান, বৃহস্পতিবার বিকেলে প্রসব ব্যথা উঠলে শেফালীকে এক দালালের মাধ্যমে রূপসী বাংলা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর পাতালের ডাক্তার একটি ঔষধ খাওয়ান। ঔষধটি খাওয়ার পরে তার বাড়লে রোগীর আর খোঁজ খবর নেয়নি হাসপাতাল কর্তপক্ষ। এমন অবস্থায় আজ সকালে শেফালির মৃত্যু হয়।


ভুল চিকিৎসায় মৃত্যু হওয়ার পরে ওই হাসপাতালের চিকিৎসকরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।


স্থানীয়রা জানায়, রূপসী বাংলা হাসপাতালে নেই কোনো অভিজ্ঞ চিকিৎক। অদক্ষ চিকিৎসক দিয়ে চলছে হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবা।


এ বিষয়ে সাভার মডেল থানার এস আই এনামুল বলেন, রোগীর স্বজনদের অভিযোগের ভিত্তিতে ওই হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


বিবার্তা/শরিফুল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com