শিরোনাম
বড়পুকুরিয়া পরিদর্শন করলেন উচ্চপদস্থ কর্মকর্তারা
প্রকাশ : ২৭ জুলাই ২০১৮, ১৯:৫১
বড়পুকুরিয়া পরিদর্শন করলেন উচ্চপদস্থ কর্মকর্তারা
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পেট্রোবাংলার চেয়ারম্যান এবং বিদ্যুৎ, জ্বলানি ও খনিজ মন্ত্রণালয়ের চার সদস্যের একটি প্রতিনিধি দল দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন। শুক্রবার সকালে পরিদর্শনে যান তারা।


পরে গণমাধ্যমকর্মীদের তারা বলেন, স্বশরীরে তারা কয়লা গায়েবের বিষয়টি দেখতে গিয়েছেন। তবে দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই, সিরাজগঞ্জ থেকে চাহিদা মেটাতে বিদ্যুৎ উৎপাদনে বাড়তি ব্যাবস্থা নেয়া হয়েছে।


বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের সকল কর্মকর্তা-কর্মচারীর ঈদ-উল-আযহার ছুটি বাতিল করেছে জ্বলানি ও খনিজ মন্ত্রণালয়ের চার সদস্যের এই প্রতিনিধি দল। সেই সাথে এক মাসের মধ্যে বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলন ও তাপবিদুৎ কেন্দ্রে বিকল্প পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা নেয়ারও কথা জানিয়েছে দলটি।



প্রতিনিধি দলে ছিলেন- পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মো. ফয়জুল্লাহ, পিডিবি’র চেয়াম্যান খালিদ মাহমুদ, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব আহমেদ কায়কোয়াজ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম।


বিবার্তা/শাহী/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com