শিরোনাম
কুয়াকাটা সৈকতের ভাঙ্গন রোধের দাবিতে মানব প্রাচীর
প্রকাশ : ২৭ জুলাই ২০১৮, ১৭:১১
কুয়াকাটা সৈকতের ভাঙ্গন রোধের দাবিতে মানব প্রাচীর
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতের অব্যাহত বালুক্ষয় ও ভাঙ্গন রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবিতে সৈকতে প্রতীকী মানব প্রাচীর কর্মসূচির আয়োজন করা হয়েছে।


শুক্রবার বেলা ১১টায় এলাকাবাসীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে প্রায় ঘন্টাব্যাপী সৈকতে বিভিন্ন পয়েন্টে দাড়িয়ে এ কর্মসূচি পালন করা হয়।


এ সময় বিনিয়োগকারী, এলাকাবাসী, জনপ্রতিনিধি, পর্যটক ও পর্যটন ব্যবসায়ীসহ শতাধিক লোক অংশগ্রহণ করেন।



এ সময় বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর মেয়র আব্দুল বারেক মোল্লা, কুয়াকাটা সী ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক হোসাইন আমির প্রমুখ। বক্তারা সৈকতের ভাঙন রোধে দ্রুত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।


বিবার্তা/উত্তম/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com