
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর সাফিয়া আক্তার (৭) নামে এক স্কুলছাত্রীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে স্থানীয় মক্তবে আরবি পড়তে যাওয়ার পর থেকে সে নিখোঁজ ছিল। তাকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ ও স্বজনরা।
সাফিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর গ্রামের আব্দুস শহিদের মেয়ে এবং স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন একটি বস্তায় শিশুটির লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের বড় ভাই ওয়াহিদ মিয়া জানান, আমাদের ধারণা সাফিয়াকে নির্যাতন করে হত্যা করে লাশ ফেলে দেয়া হয়েছে। আমরা সাফিয়ার হত্যাকারীদের কঠোর শাস্তি চাই।
শায়েস্তাগঞ্জ থানার ওসি আনিছুজ্জামান জানান, লাশের গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ হত্যাকারী খুঁজে বের করতে কাজ করছে।
বিবার্তা/ছনি/সোহান
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net