শিরোনাম
বড়পুকুরিয়ায় পেট্রোবাংলা চেয়ারম্যানের ঝটিকা সফর
প্রকাশ : ২৫ জুলাই ২০১৮, ১৭:৩৭
বড়পুকুরিয়ায় পেট্রোবাংলা চেয়ারম্যানের ঝটিকা সফর
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কয়লা গায়েবের ঘটনায় পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মো. ফয়েজ উল্লাহসহ বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল) বোর্ডের ৬ সদস্য দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনিতে ঝটিকা সফর করেছেন।


বুধবার ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত তারা খনিতে অবস্থান করে পরে ঢাকা ফিরে যান।


বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সানাউল্লাহ জানান, সফরে যাওয়া বিসিএমসিএল বোর্ডের অপর সদস্যরা হলেন, ডক্টর নেহাল (সাবেক মহাপরিচালক জিএসবি), ডক্টর মুসফিকুর আহমেদ (অধ্যাপক, ভুতত্ত্ব ও খনিজ সম্পদ বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়), জহুরুল হক (অতিরিক্ত সচিব, জ্বালানী বিভাগ), রতন চন্দ্র পন্ডিত (অতিরিক্ত সচিব, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ জ্বালানী মন্ত্রণালয়) এবং আইয়ুব খান (পেট্রোবাংলার পরিচালক ও কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক)।


বিবার্তা/শাহী/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com