শিরোনাম
নেত্রকোণায় হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড
প্রকাশ : ২৪ জুলাই ২০১৮, ১৪:২৩
নেত্রকোণায় হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড
নেত্রকোণা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নেত্রকোণায় সাত বছর আগে একজনকে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড ও ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।


নেত্রকোণা জেলা ও দায়রা জজ এ কে এম রাশেদুর জামান রাজা মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।


মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলো- ওসমান গণি, কাউসার আহমদ ও তাহের। আসামিদের মধ্যে পাঁচজন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন, বাকিরা পলাতক।


আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল আলম প্রদীপ এ তথ্য জানিয়েছেন।


মামলার নথি থেকে জানা যায়, ২০১১ সালে ৪ সেপ্টেম্বর রাতে খালিয়াঝুড়ি উপজেলার আদমপুর গোয়ালবাড়ি গ্রামের কয়েকটি বাড়িতে ডাকাতরা হামলা চালায়। গ্রামবাসী টের পেয়ে ডাকাতদের ঘেরাও করলে ডাকাতরা গুলি করে। তখন স্থানীয় মনোরঞ্জন সরকারের ছেলে চয়ন সরকার ডাকাতদের গুলিতে নিহত হন।


মনোরঞ্জন ওই রাতেই থানায় হত্যা ও ডাকাতির অভিযোগে মামলা করেন। তদন্ত শেষে ২০১৩ সালের ২৪ জানুয়ারি ২৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।


পিপি বলেন, আসামিদের মধ্যে একজন বিচার চলাকালে মারা গেলে তাকে মামলা থেকে অব্যহতি দেয়া হয়।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com