শিরোনাম
সেফটিক ট্যাংকে নেমে মৃত ২ শ্রমিক
প্রকাশ : ২৪ জুলাই ২০১৮, ১৩:৩৭
সেফটিক ট্যাংকে নেমে মৃত ২ শ্রমিক
বরিশাল ব্যুরো
প্রিন্ট অ-অ+

বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের রাড়ীমহল এলাকায় সেফটিক ট্যাংকের কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু ও একজন আহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।


নাছির নামের আহত ওই শ্রমিককে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠিয়েছে।


কাউনিয়া থানার এএসআই নাছির জানান, সকালে রাড়ীমহলের মাহতাব হোসেন লিটনের নতুন ভবনের সেফটিক ট্যাংকের কাজ করতে যায় রাজমিস্ত্রীর সহকারী চরবাড়িয়া এলাকার হারুন অর রশিদ (৪০) ও সায়েস্তাবাদের রাকিব (২৫)। দুই মাস বন্ধ থাকা ওই ট্যাংকের মধ্যে প্রথমে নামে হারুন এরপরে রাকিব।


হারুন নিচে নামার পরেই ভিতরে থাকা গ্যাসে শ্বাস বন্ধ হয়ে মারা যায়। আর রাকিব প্রথমে বাঁচার জন্য চিৎকার করলে নাছির তাকে উদ্ধার করতে গিয়ে নিজেই অসুস্থ হয়ে পড়ে।


সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্যাংকের ভেতর থেকে হারুন, রাকিব ও নাছিরকে উদ্ধার করে শেবাচিমে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হারুন ও রাকিবকে মৃত বলে ঘোষণা করে।


বিবার্তা/আরিফ/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com