শিরোনাম
বেনাপোল সীমান্ত থেকে ফেনসিডিল উদ্ধার
প্রকাশ : ২৪ জুলাই ২০১৮, ১০:৫৪
বেনাপোল সীমান্ত থেকে ফেনসিডিল উদ্ধার
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৪২২ বোতল ফেনসিডিল আটক করেছে বিজিবি।


সোমবার রাত সাড়ে ৩টার দিকে ৪৯ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি টহল দল বেনাপোলের সীমান্তবর্তী অঞ্চল শিকড়ি বটতলা পশ্চিম মাঠ থেকে পরিত্যাক্ত অবস্থায় ওই ফেনসিডিল উদ্ধার করে।


৪৯ বিজিবি’র বেনাপোল ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মনির সাংবাদিকদের বলেন, রাতে টহলদল বেনাপোল বিজিবি ক্যাম্পের নায়েক নুরুল ইসলামের একটি টহলদল বেনাপোলেরর শিকড়ি বটতলা নামক স্থানে টহল দেয়ার সময় তাদের কাছে সংবাদ আসে বড় রকমের একটি ফেনসিডিলের চালান পাশের দেশ ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। সেইমতে বিজিবি’র টহল দলটি শিকড়ি পশ্চিম মাঠে অভিযান চালিয়ে বস্তাবন্দী অবস্থায় ঐ ফেনসিডিলের চালানটি আটক করে।


বিজিবি’র ক্যাম্প কমান্ডার মনির আরো বলেন, ধারণা করা হচ্ছে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা বস্তার মালামাল ফেলে পালিয়ে যায়। সে কারণে এ ব্যাপারে কাউকে আটক করা সম্ভব হয়নি। আটক ৪২২ বোতল ফেন্সিডিলের চালানটি অফিসিয়াল কার্যক্রম শেষে যশোর মাদক নিয়ন্ত্রণ অধিদফতরে পাঠানো হবে বলেও জানান তিনি।


বিবার্তা/তুহিন/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com