শিরোনাম
বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে!
প্রকাশ : ২৩ জুলাই ২০১৮, ১৭:৪৫
বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে!
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্যাঙের বিয়ে, সেটাও আবার মহাধুমধামে। হিন্দুরীতি অনুযায়ী বিয়ের জন্য ছায়ামণ্ডপ, পুস্পমাল্য, গায়ে হলুদ, আশীর্বাদের ধান-দূর্বা, খাওয়ার আয়োজন সব ধরনের ব্যবস্থাই ছিল বিয়েতে। শুধু তাই নয়, বিয়েতে আমন্ত্রিতরা ব্যাঙ দম্পত্তিকে দিয়েছেন নগদ অর্থসহ বিভিন্ন উপহার সামগ্রী!


রবিবার সন্ধ্যায় এভাবেই দিনাজপুরের খানসামা উপজেলায় ব্যাঙের বিয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্যাঙের বিয়ে হলে বৃষ্টি হবে- এমন আশায় উপজেলার ভাবকী ইউনিয়নের কাচিনীয়া বাজারে এই আয়োজন করেন স্থানীয়রা।



এলাকাবাসী জানায়, খরা থেকে মুক্তি পেতে বৃষ্টির আশায় তাদের এই আয়োজন। প্রতিবছরই অনাবৃষ্টির কবলে পড়লে তারা বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে দিয়ে থাকেন। এই রীতি শতবর্ষ আগে থেকেই চলে আসছে। হিন্দুদের ধর্মগ্রন্থ রামায়ণে বর্ণিত বৃষ্টির দেবতাকে খুশি করার জন্য এক সময় ব্যাঙের বিয়ের প্রচলন ছিল। ত্রেতা যুগের সেই ধারা অনুসারে ব্যাঙের বিয়ের আয়োজন করে থাকেন এই এলাকার বাসিন্দারা। তাদের বিশ্বাস, ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টির দেবতা খুশি হয়ে বৃষ্টি দেন।


বিবার্তা/রকি/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com