শিরোনাম
রাজাপুর-কাঁঠালিয়া সড়কের ব্রিজটি চলাচলের অযোগ্য
প্রকাশ : ২১ জুলাই ২০১৮, ০৯:৫০
রাজাপুর-কাঁঠালিয়া সড়কের ব্রিজটি চলাচলের অযোগ্য
ঝালকাঠি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজাপুর-কাঁঠালিয়া সংযোগ সড়কে নির্মিত ব্রিজটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। ফলে যানবাহনসহ জনসাধারণের চলাচলে দূর্ভোগের শিকার হচ্ছেন প্রতিনিয়ত।


উপজেলা ত্রাণ ও দুর্যোগ অফিস সূত্রে জানা গেছে, গত অর্থ বছরে ২২ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই ব্রিজটি। কিন্তু অ্যাপ্রোচ সড়কে মাটি ও সলিংয়ের কাজ না করার কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে। ব্রিজের দু-পাশে রয়েছে পাকা রাস্তা। অ্যাপ্রোচ সড়কে মাটি ও সলিং না থাকায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে।


এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে চলাচল করছে। তাছাড়া নির্মিত ব্রিজটির নিকটেই রয়েছে নির্বাচনী ভোটকেন্দ্র। যা আলগী গ্রামের ভোটকেন্দ্র নামে পরিচিত।


এব্যাপারে বাস্তবায়ন সংস্থা (পিআইও) নাসরিন সুলতানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি ঠিকাদারি প্রতিষ্ঠানের টাকা আটক রেখেছি, কাজ সমাপ্ত হলে টাকা পরিশোধ করা হবে।


স্থানীয় লোকজনের পক্ষে মো. জাকির সিকদার এ সমস্যার ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম পারুলের কাছে অভিযোগ করলে তিনি অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরকে দায়িত্ব দেন।


তবে এ অসমাপ্ত কাজ কতদিন পরে সমাপ্ত হবে তা নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে।


বিবার্তা/আমিনুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com