শিরোনাম
বরিশাল বোর্ডে এইচএসসি’র ফলে এগিয়ে জেলা শহর
প্রকাশ : ১৯ জুলাই ২০১৮, ১৯:০৫
বরিশাল বোর্ডে এইচএসসি’র ফলে এগিয়ে জেলা শহর
বরিশাল ব্যুরো
প্রিন্ট অ-অ+

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল জেলা ৭৬ দশমিক ৩০ ভাগ পাশের হার নিয়ে প্রথম স্থানে রয়েছে।


এ ছাড়া বোর্ডের দেয়া ফলাফলের পরিস্যংখ্যান অনুযায়ী ৬১ দশমিক ২২ ভাগ পাশের হার নিয়ে সবার নিম্নে রয়েছে পটুয়াখালী জেলা। অথচ গতবছর ৭৫ দশমিক ৫৭ ভাগ পাশের হার নিয়ে সর্বোচ্চ অবস্থানে ছিলো পটুয়াখালী জেলা।


এর বাইরে বোর্ডের আওতাধীন ৬ জেলার মধ্যে ৭৩ দশমিক ৮৭ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ঝালকাঠি জেলা। এ ছাড়াও ৭০ দশমিক ১২ নিয়ে তৃতীয়তে ভোলা, ৬৮ দশমিক ৯২ নিয়ে চতুর্থ স্থানে পিরোজপুর, ৬৬ দশমিক ৭৫ নিয়ে পঞ্চমে রয়েছে বরগুনা জেলা।


এদিকে পাশের হারের পাশাপাশি জিপিএ-৫ এর দিক থেকেও এগিয়ে রয়েছে বরিশাল জেলা। এ জেলায় মোট জিপিএ-৫ এর সংখ্যা ৪২৩ টি। তবে সবচেয়ে কম ২১ টি জিপিএ-৫ পেয়েছে পাশের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ঝালকাঠি জেলা। যার মধ্যে ছেলে ৭ ও মেয়ে ১৪ জন।


পাশের হারের দিক থেকে এগিয়ে থাকা বরিশাল জেলায় ২২ হাজার ৯৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২২ হাজার ৪৮১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। যারমধ্যে ১৭ হাজার ১৫৪ জন ফলাফলে উত্তীর্ণ হয়। এ জেলায় জিপিএ ৫ পেয়েছে ২০৬ জন মেয়ে এবং ২১৭ জন ছেলে।


আবার পাশের হারের দিক থেকে সবার নীচে থাকা পটুয়াখালী জেলায় ১১ হাজার ২৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ হাজার ২৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। যারমধ্যে ৬ হাজার ৭৪৯ জন ফলাফলে উত্তীর্ণ হয়। এ জেলায় জিপিএ ৫ পেয়েছে ২৯ জন মেয়ে এবং ১৪ জন ছেলে।


বিবার্তা/আরিফুল/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com