শিরোনাম
জয়পুরহাটে শীর্ষে গার্লস ক্যাডেট কলেজ
প্রকাশ : ১৯ জুলাই ২০১৮, ১৮:২৭
জয়পুরহাটে শীর্ষে গার্লস ক্যাডেট কলেজ
জয়পুরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

এইচএসসি পরীক্ষায় এ বছর জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ জেলার শীর্ষস্থান অর্জন করেছে। এবছর এইচএসসি পরীক্ষায় এই কলেজ থেকে ৫১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৫১ জনই জিপিএ-৫ পেয়েছে।


কলেজ কর্তৃপক্ষ জানান, এ সাফল্য বিগত কয়েক বছর ধরে অর্জিত ধারাবাহিক সাফল্যেরই অংশ।


পরীক্ষার্থী ক্যাডেটবৃন্দ তাদের এ সাফল্যের পেছনে কলেজ কর্তৃপক্ষ, শিক্ষকবৃন্দ এবং বিশেষভাবে তাদের অভিভাবকবৃন্দের সহযোগিতার কথা উল্লেখ করেন।


কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু হানিফ আশা প্রকাশ করেন, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের এ সাফল্যের ধারা ভবিষ্যতেও অক্ষুণ্ন থাকবে।


অপরদিকে জয়পুরহাট সরকারি কলেজ থেকে ৩৭ জন জিপিএ-৫ পেয়েছে। এখানে পরীক্ষার্থী ছিল মোট ১ হাজার ৫৪২ জন, পাশ করেছে ১ হাজার ৩১০ জন, মোট পাশের হার ৭৫.৮৭।


সরকারি মহিলা কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৯ জন। এখানে মোট পরীক্ষার্থী ছিল ৬১৭ জন, পাশ করেছে ৪৮৬ জন, মোট পাশের হার ৭৮.৭৭।


বিবার্তা/শামীম/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com