শিরোনাম
নাটোরে জেএমবির ৩ সক্রিয় সদস্য আটক
প্রকাশ : ১৯ জুলাই ২০১৮, ১৫:০৫
নাটোরে জেএমবির ৩ সক্রিয় সদস্য আটক
নাটোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরে র‌্যাবের অভিযানে সাংগঠনিক বইসহ তিন জেএমবি সদস্য আটক হয়েছে। বুধবার রাত দেড়টার দিকে সদর উপজেলার রুয়েরভাগ গ্রামের একটি আম বাগানের প্রহরীর কক্ষ থেকে তাদের আটক করা হয়।


আটককৃতরা হলো- জেএমবির সক্রিয় সদস্য জাহিদুল ইসলাম, আমজাদ হোসেন ও জহির উদ্দিন। আটকদের বাড়ি নাটোরের বিভিন্ন উপজেলায়।


র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার মেজর শিবলি মোস্তফা বৃহস্পতিবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে জানান, রাজশাহী কারাগারে আটক জেএমবি সদস্য জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে এই তিন জেএমবি সদস্য অনুপ্রেরণা পায়। পরে নাটোর অঞ্চলে তারা সক্রিয় অবস্থান তৈরি করার চেষ্টা করছিল।


তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে চার জেএমবি সদস্যকে আটকের পর তাদের দেয়া তথ্য অনুযায়ী র‌্যাব সদস্যরা বুধবার রাতে নাটোর সদর উপজেলার রুয়েরভাগ গ্রামের একটি আম বাগানে অভিযান চালায়। পরে সেখানকার প্রহরীর কক্ষ থেকে জেএমবির সক্রিয় সদস্য জাহিদুল, আমজাদ ও জহিরকে আটক করা হয়।


বিবার্তা/সাকলাইন/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com