শিরোনাম
শহীদদের স্মরণে লামায় গাছের চারা রোপণ
প্রকাশ : ১৯ জুলাই ২০১৮, ১০:৩৬
শহীদদের স্মরণে লামায় গাছের চারা রোপণ
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ত্রিশ লাখ শহীদ তথা জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতি স্বরূপ দেশব্যাপী ত্রিশ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বান্দরবানের লামা উপজেলার ২৪টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে এক যোগে বিনামূল্যে ৬০০০ গাছের চারা রোপণ করা হয়েছে।


বুধবার দুপুরে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে চারা রোপণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।


এ উপলক্ষে ‘সবুজে বাঁচি, সবুজে বাচাই, নগর-প্রাণ-প্রকৃতি সাজাই’ এ শ্লোগানকে প্রতিপাদ্য করে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল।


নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমির সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় বন কর্মকর্তা কামাল উদ্দিন আহমদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ মোহাম্মদ ইমতিয়াজ, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মো. সাইফুদ্দিন, সদর রেঞ্জার হারুণ অর রশিদ বাবলু প্রমুখ অতিথি ছিলেন। শেষে বিদ্যালয় মাঠে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেন অতিথিবৃন্দ।


এ প্রসঙ্গে লামা বিভাগীয় বন কর্মকর্তা কামাল উদ্দিন আহমদ বলেন, আমরা ৩০ লাখ শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে এ উদ্যোগ নেয় বন ও পরিবেশ মন্ত্রণালয়। এরই ধারা বাহিকতায় এক যোগে উপজেলার প্রতি প্রতিষ্ঠানে ২৬০টি করে এক যোগে সবকটি বিদ্যালয়ে বিভিন্ন প্রজাতির সর্বমোট ৬০০০ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। এর মাধ্যমে শহীদদের যেমন শ্রদ্ধা জানানো হচ্ছে, তেমনি পরিবেশ রক্ষায়ও এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।


বিবার্তা/আরমান/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com