শিরোনাম
চলন্ত ট্রেনের ছাদ থেকে ছিনতাইকারীর ধাক্কা, মৃত ১
প্রকাশ : ১৯ জুলাই ২০১৮, ১০:০৪
চলন্ত ট্রেনের ছাদ থেকে ছিনতাইকারীর ধাক্কা, মৃত ১
জয়পুরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জয়পুরহাটের পাঁচবিবির দরগাতলা এলাকায় সীমান্তগামী চলন্ত ট্রেনে ছিনতাইয়ের পর ছিনতাইকারীরা ট্রেনের ছাদ থেকে দুই যাত্রীকে ফেলে দেয়। এ ঘটনায় মুনির হোসেন (২২) নামে এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।


মোস্তাফিজুর (২০) নামে অপর এক গার্মেন্টস শ্রমিক আহত হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে এ ঘটনা ঘটে।


মুনির পাঁচবিবি উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামে মমতাজের ছেলে। মোস্তাফিজুর দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার চরকায় গ্রামের জুয়েল ইসলামের ছেলে।


হতাহতদের পরিবার জানায়, বুধবার মধ্যরাতে বিরামপুর থেকে তারা দুই গার্মেন্টস শ্রমিক ট্রেনের ছাদে ঢাকার উদ্দেশে সীমান্তগামী ট্রেনে রওনা হয়। পথে দরগাতলা এলাকায় পৌঁছলে চার-পাঁচ জন ছিনতাইকারী তাদের মারধর করে টাকা পয়সা কেড়ে নিয়ে ট্রেনের ছাদ থেকে ফেলে দেয়।


পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করলে মুনির মারা যায়। মোস্তাফিজুর চিকিৎসাধীন রয়েছে।


জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ময়নাতদন্তের পর মুনিরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/শামীম/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com