শিরোনাম
নড়াইলে ২ রাতে ৫ অফিসে রহস্যজনক চুরি
প্রকাশ : ১৮ জুলাই ২০১৮, ২০:২৩
নড়াইলে ২ রাতে ৫ অফিসে রহস্যজনক চুরি
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলের কালিয়া উপজেলা জুড়ে বিরাজ করছে চুরির আতঙ্ক। গত মঙ্গলবার রাতে খোদ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসসহ চারটি অফিসের তালা ও আলমারি ভেঙে মূল্যবান ফাইলপত্র তছনছ করেছে দুবৃত্তরা। তবে চুরি হয়নি কোনো কিছুই।


নাইটগার্ডদের উপস্থিতিতে একের পর এক সংঘটিত এসব ঘটনায় কালিয়া পৌর শহরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে ওই সব অফিস থেকে কোনো কিছু খোয়া না যাওয়ান ঘটনায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। পুলিশ ঘটনাটিকে রহস্যজনক বলে মন্তব্য করেছে। এর আগে শহীদ আব্দুস সালাম ডিগ্রী কলেজেও একইভাবে চুরির ঘটনা ঘটে।


পুলিশ ও ইউএনও অফিস সুত্রে জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলা পরিষদ ভবনের গ্রীলের তালা ভেঙ্গে অজ্ঞাতনামা দুস্কৃতকারিরা ইউএনও অফিসের সার্টিফিকেট শাখার দরজার তালা ও আলমারি ভেঙ্গে ফাইলপত্র তছনছ করে। একই ভবনে থাকা উপজেলা প্রকৌশলীর অফিসের ৪টি কক্ষের দরজার তালা ভেঙ্গে ভিতরে ঢুকে ৫টি আলমারি ভেঙে ফাইলপত্র তছনছ করে। এছাড়া ওই একই রাতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের দরজার তালা ও প্রাথমিক শিক্ষা অফিসের প্রধান ফটকের গেটের তালা ভাঙে। তবে অফিসগুলোতে কোনো কিছু খোয়া যায়নি।


এর আগে গত সোমবার রাতে নাইটগার্ড থাকা অবস্থায়ই কালিয়া শহীদ আব্দুস সালাম ডিগ্রী কলেজের মূল ফটক ও অফিস কক্ষের দরজার তালাসহ ৪টি আলমারি ভেঙ্গে ফাইলপত্র তছনছ করাসহ ৮০০ টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।


কালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শিমুল কুমার দাশ ওইসব ঘটনাকে রহস্যজনক বলে মন্তব্য করেন। জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। গত দুই দিনেও কলেজ কতৃপক্ষ কোনো অভিযোগ করেনি। এখন পর্যন্ত কেউ আটক হয়নি।


কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুদা জানান, ওই ঘটনায় থানা পুলিশকে অবহিত করে উপজেলা প্রকৌশলীকে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে।


বিবার্তা/শরিফুল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com