
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া বন্দর সংলগ্ন হলতা নদী থেকে নিখোঁজ সেলিম হাসান মোল্লা (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে ওই ব্যক্তির মরদেহ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
নিহত ওই ব্যক্তি মানুষিক ভারসাম্যহীন ছিলো বলে তার পরিবারের লোকজন জানায়। পারিবারিক সূত্রে আরো জানা গেছে, সেলিম হাসান ঢাকার কচুক্ষেত এলাকার সামসুল হক মোল্লার ছেলে।
তিনি কাঁঠালিয়া উপজেলার তারাবুনিয়া গ্রামের সৈজদ্দিন হাওলাদারের মেয়ে নাসরিন আক্তারকে বিয়ে করে আমুয়া বন্দরে ভাড়া বাসায় বসবাস করে আসছিলো। গত রবিবার তিনি নিখোঁজ হয়েছেন।
কাঁঠালিয়া থানার ওসি শওকত আনোয়ারুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বিবার্তা/আমিনুল/জহির
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]