শিরোনাম
উখিয়ায় পুলিশের পৃথক অভিযানে আটক ২
প্রকাশ : ১৭ জুলাই ২০১৮, ২১:৩৮
উখিয়ায় পুলিশের পৃথক অভিযানে আটক ২
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

উখিয়া–টেকনাফে অবস্থানরত রোহিঙ্গারা বাহ্যিক আয়ের লোভে পড়ে বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়েছে। এদের কারণে স্থানীয়রাও বিপথগামী হচ্ছে।


মঙ্গলবার সকালে জাল টাকা লেনদেন করার সময় উখিয়া থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক নুরুল হক ও সোহেলের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হাতে নাতে এক ব্যক্তিকে আটক করেছে।


পুলিশ জানিয়েছে, পালংখালী ইউনিয়নের থাইংখালীর হাকিম পাড়া ক্যাম্প সংলগ্ন এলাকায় থেকে কলিমুল্লার ছেলে ইউনুছকে (২১) আটক করা হয়। তার দেহ তল্লাসি করে ৯৩টি ১ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।


স্থানীয়রা জানান, ইয়াবা পাচারকারী রোহিঙ্গা চক্র এসব জাল নোট বাজারে ছড়াচ্ছে।


উখিয়া থানার ওসি (তদন্ত) মো. খাইরুজ্জামান জানান, তার বিরুদ্ধে ২৫ এ স্পেশাল পাওয়ার ধারায় মামলা হয়েছে।


অপরদিকে উখিয়ার পালংখালী সীমান্তের শীর্ষ ইয়াবাকারবারী হেলালকে পুলিশ সোমবার গভীর রাতে জামতলী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে আটক করতে সক্ষম হয়েছে। পুলিশি গ্রেফতার এড়াতে মাদক বিরোধী অভিযান থেকে রক্ষা পাওয়ার জন্য সে দীর্ঘ দিন ধরে আত্মগোপনে ছিল।


উখিয়া থানার এএসআই শাহ আলম জানান, হেলাল উদ্দিন জামতলী ক্যাম্পে অবস্থান করে এক রোহিঙ্গা যুবতীর সাথে অনৈতিক কাজে লিপ্ত থাকার সময় রোহিঙ্গারা তাকে আটকিয়ে রেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে।


উখিয়া থানার ওসি আবুল খায়ের জানান, তার কাছ থেকে অবৈধ কিছু না পাওয়ার কারণে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হবে।


বিবার্তা/মানিক/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com