শিরোনাম
কুড়িগ্রাম-৩ নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা
প্রকাশ : ১৭ জুলাই ২০১৮, ১৭:২৬
কুড়িগ্রাম-৩ নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

জাতীয় সংসদের কুড়িগ্রাম-৩ নির্বাচনী এলাকার শূন্য আসনে উপ-নির্বাচন উপলক্ষে আগামী ২৫ জুলাই সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।


আগামী ২৫ জুলাই কুড়িগ্রাম-৩ নির্বাচনী এলাকার শূন্য আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ২৫ জুলাই জেলার উলিপুর উপজেলা (সাহেবের আলগা ইউনিয়ন ব্যতীত) এবং চিলমারী উপজেলায় (অষ্টমীরচর ও নয়ারহাট ইউনিয়ন ব্যতীত) সাধারণ ছুটি থাকবে।


সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি অফিস বা প্রতিষ্ঠান অথবা সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে এ ছুটি ঘোষণা করা হয়েছে।


তবে এ নির্বাচনী এলাকায় উল্লেখিত তারিখে কোনো পাবলিক পরীক্ষার দিন নির্ধারিত থাকলে পরীক্ষার কেন্দ্রসমূহ ও পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক বা কর্মচারীরা সাধারণ ছুটির আওতামুক্ত থাকবে। সূত্র : বাসস


বিবার্তা/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com