শিরোনাম
টাঙ্গাইলে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩
প্রকাশ : ১৭ জুলাই ২০১৮, ০৯:২১
টাঙ্গাইলে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশের এসআইসহ আহত হয়েছে আরো চারজন।


টাঙ্গাইল শহরের কুমুদিনী কলেজ গেট মোড়ে মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনাটি ঘটে।


এ প্রসঙ্গে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউর রহমান জানান, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার পুলিশের একটি দল রাজশাহীর বাগমারা থেকে অপহরণের শিকার ভিকটিমকে উদ্ধার করে নিয়ে আসার সময় শহরের কুমুদিনী কলেজ মোড়ে পৌঁছলে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারটিতে বিস্ফোরণ ঘটে।


তিনি বলেন, এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয় এবং পুলিশের এক এসআই, কনস্টেবল ও মাইক্রোবাস চালক গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


দুর্ঘটনায় নিহতরা হলেন অপহৃতা জান্নাতুল ফেরদৌস বন্যা (১৯), ভাই ফারুক (৪০) ও চাচা মিরাজুল ইসলাম (৬০)।


তারা নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার ভাটি বন্দর এলাকার বাসিন্দা। তাদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসটি পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে।


বিবার্তা/তোফাজ্জল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com