শিরোনাম
খানসামায় ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশ : ১৬ জুলাই ২০১৮, ২২:৪৫
খানসামায় ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বৃক্ষরোপণের সুফল তুলে ধরে বলেছেন, আমাদের উত্তরবঙ্গে আগে স্ট্রবেরি ফল হতো না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক উত্তরবঙ্গের মাটির জন্য স্ট্রবেরি চাষের নতুন জাত আবিষ্কার করেছেন। বর্তমানে আমাদের এখানে এসব ফল চাষ হচ্ছে।


রবিবার দিনাজপুরের খানসামা উপজেলা চত্বরে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বৃক্ষ মেলায় বিশেষ অতিথি ছিলেন, পররাষ্ট্রমন্ত্রীর স্ত্রী শাহীন আলী ও খানসামা উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ।


মেলা উদ্বোধনের আগে উপজেলার ১নং আলোকঝাড়ী ইউনিয়নের ধর্মপুর গ্রামের একটি ব্রিজও উদ্ধোধন করেন পররাষ্ট্রমন্ত্রী। এরপর তিনি খানসামা থেকে ভবনীগঞ্জ ভায়া মনাগঞ্জ এবং কাচিনীয়া হতে টঙ্গুয়া ভায়া দুহশুহ কায়েমপুর গ্রামের দুটি রাস্তা উদ্বোধন করেন।


পরে আবুল হাসান মাহমুদ আলী খানসামা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলার সূচনা করেন। তারপর খানসামা উপজেলা পরিষদ ডাক বাংলোর নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।



একই দিনে খানসামা উপজেলার টঙ্গুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ও দলি গুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন মন্ত্রী। পরে খানসামা উপজেলার পাকেরহাট বড় মাঠে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।


বিবার্তা/মোমেন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com