শিরোনাম
পাবনায় তোফাজ্জল হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন
প্রকাশ : ১৬ জুলাই ২০১৮, ২০:৫৪
পাবনায় তোফাজ্জল হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পাবনায় তোফাজ্জল হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড, প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।


সোমবার বিকেলে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ রুস্তম আলী এ রায় দেন।


রায় ঘোষণার সময় সব আসামি আদালতে উপস্থিত ছিলো।


সাজাপ্রাপ্ত আমজাদ হোসেন সদর উপলোর নওদাপাড়া গ্রামের আকবর আলী প্রামাণিকের ছেলে এবং মালিগাছা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য।


অন্যরা হলো, একই গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে তজির উদ্দিন, খোরশেদ প্রামাণিকের ছেলে আক্কাস আলী আকাই, নবীর উদ্দিন প্রামাণিকে ছেলে জীবন হোসেন, নূরুল ইসলামের ছেলে ইকরাম হোসেন, এরশাদ আলীর ছেলে আশকান আলী ও জামাত আলীর ছেলে জাফর আলী।


২০১০ সালের ৩ অক্টোবর নওদাপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনকে তার বাড়িতে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন তার ছেলে আব্দুল মালেক সাতজনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। ২০১১ সালের ১২ মে পুলিশ সাতজনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দেয়।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com