শিরোনাম
উলিপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশ : ১৬ জুলাই ২০১৮, ২০:০৩
উলিপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের উলিপুরে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


সোমবার দুপুরে উপজেলার মেসার্স সিরাজ অ্যান্ড সন্স ফিলিং স্টেশনকে ডিজেলে প্রতি ৫ লিটারে ৩৫০ মি. লি. কম ও পেট্রোলে প্রতি ৫ লিটারে ৪০০ মি. লি. পরিমাপে কম দেয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


অন্যদিকে পণ্যের গুণগত মান যাচাই ব্যতীত ও বিএসটিআই এর সিএম লাইসেন্স গ্রহণ না করে পাউরুটি ও বিস্কুট পণ্যের উৎপাদন, বিক্রয় ও বিতরণ অব্যাহত রাখায় মেসার্স সুমন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করে আদালত।


উলিপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেন।


এসময় উপস্থিত ছিলেন- বিএসটিআই রংপুর অফিসের কর্মকর্তা দেলোয়ার হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও পরিদর্শক (মেট্রোলজী) মিঠুন কবিরাজ।


উলিপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন- প্রতিষ্ঠানগুলোকে বিএসটিআই হতে গুণগত মান সনদ গ্রহণ এবং সঠিক ওজন ও পরিমাপ অনুযায়ী পণ্য বিক্রয়-বিতরণ করার পরামর্শ দেয়া হয়।


বিবার্তা/সৌরভ/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com