শিরোনাম
গোপালগঞ্জ 'জেলা ব্র্যান্ডিং বই'র মোড়ক উন্মোচন
প্রকাশ : ১৫ জুলাই ২০১৮, ১৮:৩৫
গোপালগঞ্জ 'জেলা ব্র্যান্ডিং বই'র মোড়ক উন্মোচন
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গোপালগঞ্জ জেলা ব্র্যান্ডিং বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। রবিবার সকালে গোপালগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে জেলা ব্র্যান্ডিং বইয়ের মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার।


অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল বাকির সভাপতিত্বে অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান বাচ্চু, গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী প্রমুখ বক্তব্য দেন।


জেলা ব্র্যান্ডিং বইয়ের কভার পৃষ্ঠায় বৃত্তাকারে 'জাতির পিতার জন্মভূমি গর্বিত গোপালগঞ্জ' এবং 'এক তর্জনীর নির্দেশ স্বাধীন হলো বাংলাদেশ' লেখা হয়েছে। সেই সঙ্গে লাল-সবুজ বৃত্তের মাঝে জাতির জনকের তর্জনী দিয়ে গোপালগঞ্জের মনোগ্রাম করা হয়েছে। বাইটিতে গোপালগঞ্জের পরিচিতি ও ঐতিহ্য তুলে ধরা হয়েছে।


মনোগ্রামটি জেলার সকল সরকারি ও বেসরকারি দাপ্তরিক চিঠিতে ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।


বিবার্তা/শিমুল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com