শিরোনাম
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল: পররাষ্ট্রমন্ত্রীর পুরস্কার বিতরণ
প্রকাশ : ১৫ জুলাই ২০১৮, ১৫:৪৬
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল: পররাষ্ট্রমন্ত্রীর পুরস্কার বিতরণ
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের চিরিরবন্দরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান আলী।


রবিবার সকাল ১০টায় চিরিরবন্দর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা শিক্ষা অফিস আয়োজিত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় উত্তর সুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-১ গোলে দুর্গাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।


অপরদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা গোল্ডকাপে মধ্য আলোকডিহি সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে লক্ষীপুর শান্তিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করে। খেলা শেষে বিজয়ী ও বিজিতদের হাতে পুরস্কার তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী।


এ সময় চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আয়ুবুর রহমান শাহ্, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, সাংগাঠনিক সম্পাদক আজিম উদ্দীন গোলাপ, অফিসার ইনচার্জ হারেসুল ইসলাম, শিক্ষা অফিসার এমজিএম সারোয়ার হোসেন, পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী শাহিন আলী, পররাষ্ট্রমন্ত্রীর ছোট ছেলে ডঃ তাহসিন হাসান আলী সিফাত, চিরিরবন্দর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র রায় উপস্থিত ছিলেন।


এছাড়া উপজেলা সহকারী শিক্ষা অফিসারবৃন্দ, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারাসহ কয়েক হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


বিবার্তা/মিজান/জাকিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com