শিরোনাম
ভূঞাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
প্রকাশ : ১৫ জুলাই ২০১৮, ১৫:৩৫
ভূঞাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের ভূঞাপুরে পিডিবির বিদ্যুৎ লাইনের তারে স্পৃষ্ট হয়ে সুদেব বর্মন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।


সুদেব উপজেলার ফলদা ইউনিয়নের ফলদা হিন্দুপাড়া গ্রামের তুফাইনা বর্মনের ছেলে। রবিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।


ফলদার ইউপি সদস্য কনক চন্দ্র ঘোষ জানান, পিডিবির অধীন উপজেলার ফলদা হিন্দু পাড়ায় অপরিকল্পিতভাবে বাঁশের সাথে বিদ্যুতের লাইন টাঙ্গিয়েছে ভূঞাপুর বিদ্যুৎ অফিস। সুদেব বাড়ির পাশেই গরু চড়াতে গিয়ে ওই তারে স্পৃষ্ট হয়।


পরে স্থানীয়রা সুদেবকে উদ্ধার করে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুদেব বছর খানেক আগেই বিয়ে করেছিল।


অপরিকল্পিতভাবে টাঙানো তার বার বার অপসারণের জন্য বিদ্যুৎ অফিসে অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।


এ প্রসঙ্গে ভূঞাপুর বিপিডিবি (বিতরণ ও উন্নয়ন) বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক জানান, উপজেলার বিভিন্ন এলাকায় এখনো হাজার হাজার ফাটা তারের লাইন রয়েছে। পর্যায়ক্রমে সেগুলো সরানো হচ্ছে। এরই মধ্যে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখানে আমাদের কিছু করার নেই।


বিবার্তা/তোফাজ্জল/জাকিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com