শিরোনাম
মাতামুহুরী নদীতে ডুবে ৩ স্কুলছাত্রের মৃত্যু
প্রকাশ : ১৪ জুলাই ২০১৮, ২০:০১
মাতামুহুরী নদীতে ডুবে ৩ স্কুলছাত্রের মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের চকরিয়া উপজেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে স্থানীয় তিন স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।


শনিবার বিকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মাতামুহুরী সেতু সংলগ্ন নদীতে এ দুর্ঘটনায় নিখোঁজ হয়েছে দুইজন।


চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী মৃত ও নিখোঁজ সবাই মাতামুহুরী নদী সংলগ্ন চকরিয়া গ্রামার স্কুলের ছাত্র বলে জানিয়েছেন।


এ পাঁচ ছাত্র হলো দশম শ্রেণির মো. সাঈদ, আমিনুল হোসেন, মো. ফারহান, তূর্য ভট্টাচার্য্য এবং অষ্টম শ্রেণির সোহারাব হোসেন। তাৎক্ষণিকভাবে মৃতদের নাম জানা যায়নি।


স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের বরাত দিয়ে ওসি বখতিয়ার বলেন, পরীক্ষা শেষে চকরিয়া গ্রামার স্কুলের কিছু শিক্ষার্থী স্কুলের পাশে ফুটবল খেলে। বিকাল ৫টার দিকে এদের মধ্যে ছয়জন খেলার মাঠের পার্শ্ববতী মাতামুহুরী নদীতে গোসলে নামে। এদের মধ্যে একজন কূলে উঠতে সক্ষম হলেও নদীর স্রোতে ভেসে যায় অন্য পাঁচজন।


এ রিপোর্ট লেখা পর্যন্ত চকরিয়া ফায়ার সার্ভিসকর্মীরা তিনজনের লাশ উদ্ধার করেছেন। বাকি নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে বলেও জানিয়েছেন ওসি।


বিবার্তা/তৌহিদ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com