শিরোনাম
নড়াইলে ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত
প্রকাশ : ১৪ জুলাই ২০১৮, ১৭:২৫
নড়াইলে ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইল সদর ও লোহাগড়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।


থযাত্রার কর্মসূচির মধ্যে ছিল রথটানা, মঙ্গল শোভাযাত্র, কীর্ত্তন, পূর্জা অর্চনাসহ ধর্মীয় অনুষ্ঠান। ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষের ভিড়ে রথ প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


শনিবার বিকেলে রূপগঞ্জ টাউন কালিবাড়ি মন্দির কমিটির আয়োজনে শোভাযাত্রাটি মন্দির প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একইস্থানে এসে শেষ হয়।


এসময় জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, চেম্বার অব কমার্সের সভাপতি হাসানুজ্জামান, পৌরমেয়র জাহাঙ্গীর বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।


অপরদিকে লোহাগড়া সরকারি আদর্শ মহাবিবদ্যালয় সংলগ্ন মজুমদার পাড়ায় প্রতিবছরের মতো এবারও রথযাত্রার আয়োজন করা হয়। সকালে রথযাত্রা শেষে কীর্ত্তনসহ ধর্মীয় পূজা অর্চনা অনুষ্ঠিত হয়।


রথযাত্রায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র, লোহাগড়া থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস, অজয় কান্তি মজুমদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।


বিবার্তা/শরিফুল/কাফী​

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com