শিরোনাম
গ্যাস সঙ্কটে কারখানা বন্ধ, বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ
প্রকাশ : ১৪ জুলাই ২০১৮, ১৫:০২
গ্যাস সঙ্কটে কারখানা বন্ধ, বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় সাত্তার টেক্সটাইল লিমিটেড কারখানায় গ্যাস সঙ্কট থাকায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে শ্রমিকদের তিনমাসের বকেয়া বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ ঘোষণায় শ্রমিকরা বিক্ষোভ ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে।


শনিবার সকালে কারখানার গেটে নোটিশ দেখে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করে।


সাত্তার ট্রেক্সটাইল কারখানার জিএম সামিউর আলম খাঁন (রনি) জানান, কারখারা গ্যাসের সমস্যার কারণে নতুন সংযোগ না পাওয়া পর্যন্ত কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। মালিকের সঙ্গে কথা বলে খুব দ্রুত গ্যাস সমস্যা সমাধান করে কারখানা খুলে দেয়া হবে এবং শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করে দেয়া হবে।



শ্রমিক ও শিল্প পুলিশ জানান, গত বৃহস্পতিবার ৩ মাসের বকেয়া বেতন দাবি করলে কর্তৃপক্ষ বেতন না দিয়ে ছুটি দিয়ে দেয়। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকলেও শনিবার শ্রমিকরা যথারীতি কারখানা কাজে এসে গেটে বন্ধের নোটিশ দেখতে পায়। পরে শ্রমিকরা কারখানার গেটে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে।


কারখানার শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।


বিবার্তা/তুহিন/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com