শিরোনাম
কুমিল্লায় সেপটিক ট্যাংকে দুই শ্রমিকের মৃত্যু
প্রকাশ : ১৩ জুলাই ২০১৮, ২২:৪৮
কুমিল্লায় সেপটিক ট্যাংকে দুই শ্রমিকের মৃত্যু
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ এক শ্রমিককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


শুক্রবার সন্ধ্যায় জেলার সদর দক্ষিণ উপজেলার কাজীপাড়া গ্রামের ইতালী প্রবাসী তোফাজ্জল হোসেনের নির্মাণাধীন ভবনের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।


নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মো. ইয়াছিন (৩৫)। সে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার শৈলমারী গ্রামের আজিজুর রহমানের ছেলে। অসুস্থ ও মৃত অপর দুই জনের পরিচয় জানা যায়নি।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্মাণাধীন ভবনের কাজ করার সময় ৩ শ্রমিক ওই ভবনের সেপটিক ট্যাংকি পরিষ্কার করতে নামে। এ সময় বিষাক্ত গ্যাসে ওই ট্যাংকে শ্বাসরুদ্ধ হয়ে ২ শ্রমিক মারা যান।


এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ জানান, নিহত শ্রমিকদের একজনের লাশ সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে। অপরজনের লাশ উদ্ধারের চেষ্টা চলছে।


বিবার্তা/বাবর/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com