শিরোনাম
নাটোরে আরএস পদ্ধতিতে মাছচাষ শুরু
প্রকাশ : ১৩ জুলাই ২০১৮, ১৬:১২
নাটোরে আরএস পদ্ধতিতে মাছচাষ শুরু
নাটোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরে বাণিজ্যিকভিত্তিতে রিসাইক্লিং অ্যাকুয়া (আরএস) কালচার পদ্ধতিতে মাছচাষ শুরু হয়েছে। ঘরোয়া ওই পদ্ধতিকে একইসাথে নিরাপদ ও লাভজনক বলে জানিয়েছেন চাষীরা।


এর মধ্য দিয়ে জেলাটিতে প্রথমবারের মত এভাবে মাছচাষ শুরু হলো। এমনকি গোটা উত্তরবঙ্গের মধ্যে মাছচাষের এই পদ্ধতি প্রথম ব্যবহৃত হচ্ছে।


তরুণ উদ্যোক্তা মীর আতিকুল আলম ইয়ামিন সম্পূর্ণ ব্যক্তিগত আগ্রহে চীন থেকে রিসাইক্লিং অ্যাকুয়া (আর এস) কালচার পদ্ধতিতে মাছ চাষের সামগ্রী নাটোরে এনেছেন। মাত্র আট শতাংশ জায়গায় ১২টি পোর্টেবল ফিশ ট্যাংক, বায়োফিল্টার, অক্সিজেন কোন ও অক্সিজেন জেনারেটর বসান। এরপর ট্যাংকগুলোতে পাবদা মাছের পোনা ছাড়েন।


ইয়ামিনের ব্যবসায়িক সহযোগী শাওন সরকার জানান, মাত্র একজন শ্রমিক দিয়েই চলছে মাছ উৎপাদনের কাজ। মাছ চাষের এই আধুনিক পদ্ধতি দৃষ্টি কেড়েছে এলাকাবাসীর।


৫০ লাখ টাকা বিনিয়োগে এই প্রতিষ্ঠান থেকে আগামী দুই বছরের মধ্যে বিনিয়োগের টাকা তুলতে পারবেন বলে আশাবাদী মার্চ এগ্রো কোম্পানির মালিক ইয়ামিন।


সূত্র: রেজাউল করিম রেজা, চ্যানেল আই, নাটোর প্রতিনিধি।


প্রকাশিত ভিডিও লিংক: https://youtu.be/eqspzJNqtzg


বিবার্তা/শুভ/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com