
পটুয়াখালীর কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বাদশা শিকদার (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানায়, বাদুরতলী গ্রামের জাহাঙ্গীর শিকদার ও চাঁন মিয়া শিকদারের মধ্যকার পূর্ব বিরোধের জের ধরে উভয়েই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বিরোধ মিমাংসায় বাদশা শিকদার এগিয়ে আসলে সেখানে উপস্থিত হারুন শিকদার তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে বাদশা শিকদার অসুস্থ হয়ে পড়েন।
এস আই নাজমুল হাসান জানিয়েছেন, স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) আলী আহম্মদ জানান, ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।
বিবার্তা/উত্তম/সোহান
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net