শিরোনাম
মির্জাপুরে মদ ও টাকাসহ ব্যবসায়ী আটক
প্রকাশ : ১২ জুলাই ২০১৮, ১৬:০৫
মির্জাপুরে মদ ও টাকাসহ ব্যবসায়ী আটক
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের মির্জাপুরে ৭৫ লিটার চোলাই মদ ও নগদ ৫ হাজার ৩০০ টাকাসহ আব্দুস ছামাদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।


বুধবার রাত ১১টার দিকে ছামাদকে তার ঘর থেকে আটক করা হয়। আটক আব্দুস ছামাদ পৌর এলাকার বাওয়ার কুমারজানী উত্তরপাড়া গ্রামের মৃত রইজ উদ্দিনের ছেলে।


পুলিশ জানায়, আব্দুস ছামাদ বাড়িতে চোলাই মদ তৈরি করে বিক্রি করে আসছিল। পুলিশের একটি দল বুধবার রাত ১১টার দিকে ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় ছামাদের বসত ঘর থেকে প্লাস্টিকের ১০টি কন্টেইনার ও সিলভারের দুই পাতিল বোঝাই ৭৫ লিটার চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামসহ তাকে আটক করা হয়।


আটকের পর ছামাদকে ছেড়ে দেয়ার শর্তে পুলিশ এক লাখ টাকা দাবি করে বলে অভিযোগ করে ছামাদের স্ত্রী খোরশেদা বেগম। এ সময় পুলিশ ১ লাখ ৬০ হাজার টাকা নেয় বলেও অভিযোগ খোরশেদার।


এ দিকে টাকা নেয়ার কথা অস্বীকার করে অভিযানে নেতৃত্ব দেয়া মির্জাপুর থানার এসআই সোহেল কুদ্দুছ জানান, অভিযানে ৭৫ লিটার চোলাই মদ, ৫ হাজার ৩০০ টাকা ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।


বিবার্তা/তোফাজ্জল/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com