শিরোনাম
পদ্মায় প্রবল স্রোতে শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল ব্যাহত
প্রকাশ : ১২ জুলাই ২০১৮, ১১:৩৯
পদ্মায় প্রবল স্রোতে শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল ব্যাহত
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পদ্মায় প্রবল স্রোত ও ঘূর্ণিপাকের কারণে ব্যাহত হচ্ছে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথের ফেরি চলাচল।


মুন্সীগঞ্জের লৌহজং টার্নিং পয়েন্টের পুরাতন রুটের পাশাপাশি বুধবার বিকেলে তিন কিলোমিটার দুরত্বে খুলে দেয়া হয় বিকল্প পথ। ফলে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুন সময় ব্যয় হওয়ায় শিমুলিয়া ঘাটে দেখা দিয়েছে যানবাহনের দীর্ঘ সারি।


বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট উপমহাপরিচালক শাহ্ খালেদ নেওয়াজ জানান, উজানের পানি নেমে আসায় গত কয়েক দিন ধরে পদ্মায় প্রবল স্রোত ও ঘূর্ণিপাক দেখা দিয়েছে। ফলে ফেরি চলাচল বিঘ্ন হচ্ছে। লৌহজং টার্নিং পয়েন্টের মুখে এই স্রোত ও ঘূর্ণিপাকের তীব্রতা বেশি হওয়ায় টানা ফেরির মতো প্রায় সকল ফেরির এই রুটে যেতে সমস্যা হচ্ছে।


তিনি বলেন, এর ফলে শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ি যেতে হচ্ছে বিকল্প রুটে এবং কাঁঠালবাড়ি হতে শিমুলিয়া আসতে ব্যবহার হচ্ছে পুরাতন রুটটি।


তিনি আরো জানান, স্রোত ও ঘূর্ণির কারণে টানা ফেরি চরাচল করতে না পারায় বর্তমানে ১৭টি ফেরির স্থলে চলছে ১১টি ফেরি। অতিরিক্ত সময় ব্যয় ও সীমিত ফেরির কারণে ঘাটে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে।


বিবার্তা/মুন্না/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com