শিরোনাম
শেরপুরে বিলে ডুবে ৩ শিশুর মৃত্যু
প্রকাশ : ১১ জুলাই ২০১৮, ২৩:৪৬
শেরপুরে বিলে ডুবে ৩ শিশুর মৃত্যু
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুরের শ্রীবরদী উপজেলায় বিলে গোসল করতে নেমে তিন শিশু ডুবে মারা গেছে। এরা হলো কাউনের চর গ্রামের ফকির আলীর ছেলে নূরে আলম (৫), সোহরাব আলীর ছেলে জোনায়েদ (৪) এবং সুকুর আলীর ছেলে নূর মোহাম্মদ (৬)। এদের মধ্যে একজনের লাশ দুর্ঘটনার পরপরই উদ্ধার করা হয়। বাকি দুই লাশ উদ্ধার হয় রাত ১০টার দিকে।


বুধবার সন্ধ্যায় কাউনের চর গ্রামে কাউনের বিলে এ দুর্ঘটনা ঘটে বলে শ্রীবরদী থানার ওসি রেজাউল হক জানান।


শেরপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সুবলচন্দ্র দেবনাথ জানান, ময়মনসিংহ থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরিরা রাত ১০টার দিকে জোনায়েদ ও নূর মোহাম্মদের লাশ উদ্ধার করেছে।
এলাকাবাসী ও পরিবারের বরাত দিয়ে শ্রীবরদী থানার ওসি রেজাউল হক জানান, সন্ধ্যা ৬টার দিকে কাউনের চর গ্রামের এই তিন শিশু বাড়ির পাশের কাউনের বিলের পানিতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে তিনজনই পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয়রা বিলে নেমে নূরে আলমের মরদেহ উদ্ধার করে।


ওসি বলেন, শেরপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা করেও নিখোঁজ দুই শিশুকে উদ্ধার করতে না পরায় ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে তলব করা হয়।


বিবার্তা/শারমিন/শাহনাজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com