শিরোনাম
কারাগারে রাগীব আলী
প্রকাশ : ২৪ নভেম্বর ২০১৬, ১৯:৪৫
কারাগারে রাগীব আলী
সিলেট ব্যুরো
প্রিন্ট অ-অ+

ভারতে আটক সিলেটের আলোচিত শিল্পপতি রাগীব আলীকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।


ভারতের করিমগঞ্জে আটকের পর বিয়ানীবাজার সীমান্ত দিয়ে বৃহস্পতিবার তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।


বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে তাকে আসামের পুলিশ ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করে।


বিকেলে রাগীব আলীকে সিলেটের অতিরিক্ত মহানগর হাকিম আদালতের বিচারক সরাবান তহুরার আদালতে হাজির করা হয়।


ভূমি মন্ত্রণালয়ের স্মারক (চিঠি) জালিয়াতি ও প্রতারণা করে সিলেটের তারাপুর চা বাগানের দুই হাজার কোটি টাকার দেবোত্তোর সম্পত্তি দখলের অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির পর রাগীব আলী ভারতে পালিয়ে যান ।


রাগীব আলীর বিরুদ্ধে সিলেট জেলার বিশ্বনাথ থানায় দু’টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও রয়েছে। পরোয়ানাভূক্ত রাগীব আলী গত ৩ মাস যাবৎ পলাতক রয়েছেন।


বৃহস্পতিবার সকালে রাগীব আলীকে ভারতের করিমগঞ্জ ইমিগ্রেশন পুলিশ আটক করে। ভিসার মেয়াদ শেষ হওয়ায় সেদেশের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। বিএসএফ সদস্যরা বৃহস্পতিবার বিকেলে সিলেটের বিয়ানীবাজারের শেওলা সীমান্ত দিয়ে রাগীব আলীকে বিজিবির কাছে হস্তান্তর করে। এসময় বিজিবি’র কর্মকর্তারা তাকে বিয়ানীবাজার থানা পুলিশের কাছে সোপর্দ করে।


বিয়ানীবাজার থানা পুলিশ তাকে বিশ্বনাথ থানার কাছে হস্তান্তর করে। বিয়ানীবাজার থানার ওসি চন্দন চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করে জানান, রাগীব আলীর বিরুদ্ধে বিশ্বনাথ থানায় দু’টি মামলা রয়েছে। তাই তাকে বিশ্বনাথ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান, রাগীব আলীকে সিলেটের আদালতে নেয়া হয়েছে। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।


গত ১০ আগস্ট রাগীব আলী ও তার একমাত্র ছেলে আবদুল হাইসহ ছয় জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। পরোয়ানা জারির দিনই তিনি সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে স্বপরিবারে ভারত পালিয়ে যান।


বিবার্তা/রোকন/কাফী


>>আদালতে রাগীব আলী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com