শিরোনাম
কমলগঞ্জে ডিবির ভুয়া এএসপি পুলিশের কব্জায়
প্রকাশ : ০৯ জুলাই ২০১৮, ২০:০৫
কমলগঞ্জে ডিবির ভুয়া এএসপি পুলিশের কব্জায়
মৌলভীবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মৌলভীবাজারের কমলগঞ্জে ডিবি পুলিশের এএসপি পরিচয় দিয়ে প্রতারণার সময় সাজু আহমদ (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।


সোমবার দুপুরে শমশেরনগরের কুলাউড়া সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাজু রংপুর জেলার কাউনিয়া থানার রাজিব গ্রামের আব্দুল আওয়ালের ছেলে।


শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরী বলেন, চারমাস আগে সাজু আহমদ ডিবির এএসপি পরিচয় দিয়ে একটি সিএনজি ভাড়া করে ড্রাইভারের মোবাইল ও টাকা নিয়ে পালিয়ে যায়। সোমবার একইভাবে নিজেকে ডিবির এএসপি পরিচয় দিয়ে ওই ড্রাইভারকে ভাড়া করতে চাইলে পুলিশ ফাঁড়িতে খবর দেয়া হয়। আমরা ঘটনাস্থলে এসে তাকে চ্যালেঞ্জ করি। তখন বিষয়টি স্বীকার করে সাজু। এরপর তাকে গ্রেফতার করা হয়।


কমলগঞ্জ থানা পুলিশের ওসি মোক্তাদির হোসেন বলেন, প্রতারক সাজুর বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানা, বড়লেখা থানা, চট্টগ্রাম ও রংপুরে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে নতুন করে আরো একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


বিবার্তা/আরিফ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com