শিরোনাম
ভুরুঙ্গামারীতে দলিল লেখকদের বিক্ষোভ মিছিল
প্রকাশ : ০৯ জুলাই ২০১৮, ১৯:০৫
ভুরুঙ্গামারীতে দলিল লেখকদের বিক্ষোভ মিছিল
ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভুরুঙ্গামারীতে সাবরেজিস্টারের বিভিন্ন অনিয়ম ও দীর্ঘদিন অফিস না করায় তার অপসারণের দাবিতে দলিল লেখক, ক্রেতা-বিক্রেতারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।


সোমবার দলিল লেখক সমিতির সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে সাবরেজিস্ট্রি অফিস থেকে শুরু করে শহরের গুরত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসের সামনে সমাবেশ করে।


সমিতির সভাপতি নুরুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমিতির সম্পাদক মিজানুর রহমান, জমিক্রেতা হায়দার আলী প্রমুখ। পরে উপজেলা নির্বাহী অফিসারের নিকট সাবরেজিস্টারের বিরুদ্ধে উৎকোচ দাবি, মাদক সেবন, অশালীন আচরণসহ বিভিন্ন অনিয়ম উল্লেখ করে লিখিত অভিযোগ করেছেন দলিল লেখকরা।


উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী জানান, তিনি নিজেও সাবরেজিস্টার দ্বারা হয়রানীর শিকার হয়েছেন।


উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী বলেন, সাবরেজিস্টার সাহেবের নতুন স্টেশন হওয়ায় একটু সমস্যার সৃষ্টি হয়েছে। বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে এবং ইতিমধ্যে দলিল সম্পাদনের পরামর্শ দেয়া হয়েছে।


সাবরেজিষ্টার নাবীব আফতাব বলেন, দলিল লেখকদের সাথে আমার মিউচ্যুয়াল হয়েছে। আর কোনো ঝামেলা নেই।


বিবার্তা/আনোয়ারুল/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com