শিরোনাম
‘অর্থনৈতিক উন্নতির জন্য সবাইকেই কর দেয়া উচিৎ’
প্রকাশ : ২৪ নভেম্বর ২০১৬, ১৭:২৮
‘অর্থনৈতিক উন্নতির জন্য সবাইকেই কর দেয়া উচিৎ’
ময়মনসিংহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, আমরা সবাই মিলে যদি ঠিকমত কর দেই তা হলে দেশ আরো উন্নত হবে এবং আরো এগিয়ে যাবে। তাই দেশের অর্থনৈতিক উন্নতির জন্য সবাইকেই কর দেয়া উচিৎ।


বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে সেরা করদাতাদের মাঝে ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ এবং আয়কর সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


ময়মনসিংহ অঞ্চলের কর কমিশনার জি এম আবুল কালাম কায়কোবাদের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য ফখরুল ইমাম, ফাহমী গোলন্দাজ বাবেল, সালাহ উদ্দিন আহমেদ মুক্তি, বিভাগীয় কমিশনার কৃষিবিদ জিএম সালেহ উদ্দিন, রেঞ্জ ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের প্রশাসক আলহাজ অ্যাডভোকেট জহিরুল হক খোকা ও জেলা প্রশাসক কৃষিবিদ খলিলুর রহমান প্রমুখ বক্তব্য দেন।


অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর, নেত্রকোন, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার ৩৫জন সেরা করদাতাদের মাঝে ক্রেষ্ট ও সনদ পত্র বিতরণ করা হয়।


বিবার্তা/শাকিল/পলাশ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com