শিরোনাম
ঝড়ে উপড়ে যাওয়া গাছটি যেন মরণ ফাঁদ
প্রকাশ : ০৭ জুলাই ২০১৮, ১২:৪৩
ঝড়ে উপড়ে যাওয়া গাছটি যেন মরণ ফাঁদ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ার নন্দীগ্রামে (বিজরুল-নন্দীগ্রাম) আঞ্চলিক সড়কে ঝড়ে উপড়ে যাওয়া ইউক্যালিপটাস গাছটি যেন এখন পথচারীদের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে।


নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি উপজেলা ভাটগ্রাম ইউনিয়নের বিজরুলে অবস্থিত। তাই ওই রাস্তায় জন সাধারণের যাতায়াত বেশি। (বিজরুল-নন্দীগ্রাম) আঞ্চলিক সড়কের কালিশ-পুনাইল এলাকায় প্রায় এক বছর আগে কালবৈশাখী ঝড়ে রাস্তার পর্শ্বের ইউক্যালিপটাস গাছটি উপড়ে যায়।


দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও রাস্তার পার্শ্বের ওই গাছটি অপসারণ করা হয়নি। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পথ চলছে পথচারীরা।


বর্ষাকালে বৃষ্টির কারণে যে কোনো সময় গাছটি রাস্তার উপর ভেঙ্গে পরতে পারে। জরুরীভাবে গাছটি অপসারণ না করা হলে প্রাণহানীসহ পথচারীদের বড় ধরণের দুর্ঘটনার ঘটতে পারে।


শনিবার সকালে সরেজমিনে এলাকাবাসীরা সাথে কথা হলে তারা জানান, বছর পার হয়ে গেলেও ওই গাছটি কাটা হয়নি। জীবনের ঝুঁকি নিয়ে পথচলতে হয় আমাদের। বিশেষ করে রাতের বেলার বেশি সমস্যা হয়। অন্ধকারে পথ চলতে ভয় হয় যদি গাছটি মাথার উপর ভেঙ্গে পরে?


দ্রুত ওই গাছটি অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।


এবিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, বন বিভাগের কর্মকর্তার সাথে কথা বলেছি। দ্রুত টেন্ডারের মাধ্যমে গাছগুলো বিক্রয় করা হবে। তিনি আরো জানান, ঝড়ে উপড়ে যাওয়া গাছটি অতিদ্রুত অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/মুনির/খলিল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com