শিরোনাম
মোলামগাড়ীহাট উচ্চবিদ্যালয়ে তথ্য-প্রযুক্তি ল্যাব
প্রকাশ : ০৫ জুলাই ২০১৮, ২১:১৯
মোলামগাড়ীহাট উচ্চবিদ্যালয়ে তথ্য-প্রযুক্তি ল্যাব
জয়পুরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শিক্ষার্থীদের জ্ঞান-বিজ্ঞান চর্চাসহ স্থানীয় যুবকদের ইন্টারনেট সুবিধা দিতে জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়ীহাট উচ্চবিদ্যালয়ে স্থাপন করা হলো তথ্য ও প্রযুক্তি ল্যাব।


বৃহস্পতিবার দুপুরে স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারের আর্থিক সহায়তায় স্থাপিত ওই তথ্য ও প্রযুক্তি ল্যাবের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন।


এই তথ্য ও প্রযুক্তি ল্যাবে মোলামগাড়ীহাট উচ্চবিদ্যালয় দেড় হাজার শিক্ষার্থীসহ স্থানীয় যুবকরা ২৬টি কম্পিউটার ব্যবহার করতে পারবে। কোরিয়ার অর্থনৈতিক সহায়তা সংস্থা কমটাস ২২ লাখ ৬০ হাজার টাকা ব্যায়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করে।


এ উপলক্ষে মোলামগাড়ীহাট উচ্চবিদ্যালয় মাঠে আনুষ্ঠিত আলোচানা সভায় বক্তৃতা করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, স্থানীয় ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল বারী, ‘গুড নেইবার’ বাংলাদেশের কালাই শাখার শিক্ষা ও সুরক্ষা কর্মকর্তা উইলিয়াম টুডু প্রমুখ।


বিবার্তা/শামীম/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com