শিরোনাম
ভূরুঙ্গামারী সীমান্তে ১৪ বাংলাদেশী আটক
প্রকাশ : ০৫ জুলাই ২০১৮, ২০:২৫
ভূরুঙ্গামারী সীমান্তে ১৪ বাংলাদেশী আটক
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভুরুঙ্গামারী উত্তর ধলডাঙ্গা সীমান্তে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ১৪ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি।


বুধবার দিবাগত রাতে উপজেলার উত্তর ধলডাঙ্গা সীমান্তের ৯৮৮ মেইন পিলারের কাছ দিয়ে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৫ শিশুসহ ১৪ জন নারী-পুরুষকে আটক করে বিজিবি।


আটককৃতরা হলো বিদ্যাবাগিশ গ্রামের ইউসুফ আলীর পুত্র আব্দুস ছোবান, ছোবানের স্ত্রী মর্জিনা, পুত্র নুরনবী, আব্দুল মালেকের ছেলে রফিকুল ইসলাম, রফিকুলের স্ত্রী এছপা বেগম, ছেলে এরশাদুল হক, ইসরাফুল ইসলাম ও আজওয়াটারী গ্রামের আফজাল হোসেনের ছেলে জামাল, জামালের স্ত্রী মমতা বেগম, ছেলে মহাম্মদ আলী, মকছেদুল এবং চন্দ্রখানা গ্রামের আজগর আলীর ছেলে নজরুল ইসলাম, নজরুলের স্ত্রী মাবিয়া খাতুন, মেয়ে নাছিমা খাতুন।


এরা প্রায় ৪ বছর যাবৎ ভারতের রাজস্থানে ইট ভাটায় মজুরের কাজ করতো। আটককৃতরা ঐ সীমান্ত দিয়ে বাড়ি ফেরার পথে বিজিবি টহলদল তাদের আটক করে।


ভুরুঙ্গামারী থানার ওসি ইমতিয়াজ কবির জানান, বৃহস্পতিবার বিকেলে তাদের থানায় হস্তান্তর করা হয়। আটককৃতদের মধ্যে ৬ জন শিশুকিশোর এবং ১ জন গর্ভবতী নারীকে তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দিয়ে বাকী ৭ জনের বিরুদ্ধে বিজিবি পাসপোর্ট আইনে এজাহার দায়ের করেছে।


বিবার্তা/আনোয়ারুল/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com