শিরোনাম
চাঁদপুরে স্ত্রী হন্তারকের মৃত্যুদণ্ড
প্রকাশ : ০৫ জুলাই ২০১৮, ১৮:৩৪
চাঁদপুরে স্ত্রী হন্তারকের মৃত্যুদণ্ড
চাঁদপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁদপুরের কচুয়া উপজেলায় স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ইব্রাহীম উপজেলার নউপুরা গ্রামের মৃত আলতাফ উদ্দীনের ছেলে।


মামলার এজাহারে জানা যায়, ইব্রাহীম প্রতিনিয়ত তার স্ত্রী সালেহা বেগমকে মারধর করতো। ২০১৩ সালের ২ নভেম্বর সালেহাকে বেদম প্রহার করলে গুরুতর অবস্থায় তাকে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক ছালেহাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।


পরদিন ৩ নভেম্বর ঢাকা নেয়ার পথে দাউদকান্দি এলাকায় সালেহা মারা যান। ওইদিনই সালেহার ভাই কাউছার আহম্মেদ ইব্রাহীম খলিলকে আসামি করে কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


মামলার তদন্ত কর্মকর্তা কচুয়া থানার উপ-পরিদর্শক ছাদেকুর রহমান একই বছর ৯ ডিসেম্বর ইব্রাহীম খলিলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি এবং ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার আদালত আসামির অনুপস্থিতিতে রায় ঘোষণা করেন।


বাদীপক্ষের আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর আমান উল্লাহ আমান।


বিবার্তা/ইমরান/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com