শিরোনাম
গোপালগঞ্জে দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব
প্রকাশ : ০৫ জুলাই ২০১৮, ১৩:০৩
গোপালগঞ্জে দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গোপালগঞ্জে শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব। আগামী ২০ ও ২১ জুলাই গোপালগঞ্জ শিল্পকলা একাডেমিতে এ সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে।


২০ জুলাই আলোচনা সভা, রবীন্দ্রসংগীত, নজরুল সংগীত, আধুনিক গান, একক আবৃত্তি এবং ২১ জুলাই পল্লীগীতি, লালনগীতি, মুর্শিদী, জারি, সারি, কবিগান ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ীদের প্রশংসাপত্র দেয়া হবে।


এ ছাড়া ওই দিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এসব অনুষ্ঠানের ফাঁকে সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড প্রজেক্টরের মাধ্যমে দর্শনার্থীদের দেখানো হবে। এ উপলক্ষে গোপালগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।


জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহেল বাকী, সহকারী পুলিশ সুপার মো. মাসুদুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মি আক্তার, সরকারি বঙ্গবন্ধু কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মো. মঈন আহম্মেদ, রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলামসহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বিবার্তা/শিমুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com