শিরোনাম
শেরপুরে কৃষকদের নিয়ে কর্মশালা
প্রকাশ : ২৪ নভেম্বর ২০১৬, ১৫:৪৯
শেরপুরে কৃষকদের নিয়ে কর্মশালা
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুরের নকলায় চাষী পর্যায়ে উন্নত মানের ধানের বীজ উৎপাদনের লক্ষ্যে কৃষক কর্মশালা সম্পন্ন হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদফকতরের শেরপুর খামারবাড়ির আয়োজনে বৃহস্পতিবার দিনব্যাপী নকলা উপজেলা কৃষি অফিসের হল রুমে ওই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।


কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০১৬-২০১৭ অর্থবছরের চাষী পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের (২য় পর্যায়) আওতায় বোরো বীজ উৎপাদন প্রদর্শনী চাষীদের প্রশিক্ষণ করানো হয়।


বৃহস্পতিবারে ২টি ব্যাচে ৩০জন করে মোট ৬০জন কৃষককে প্রশিক্ষণ দেয়া হয়। রবিবারে আরও ১টি ব্যাচে ৩০জন কৃষককে প্রশিক্ষণ দেয়া হবে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ূন কবীর। প্রধান অতিথি হিসেবে শেরপুর খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিন প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা আবু সাঈদ মো. আক্তার উজ্জামান ও অতিরিক্ত উপপরিচালক মো. আব্দুস সাত্তার।


বিবার্তা/সানী/পলাশ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com