শিরোনাম
কালিয়াকৈরে বিনামূল্যে সেনাবাহিনীর গবাদিপশু চিকিৎসা
প্রকাশ : ০৪ জুলাই ২০১৮, ১৯:৫১
কালিয়াকৈরে বিনামূল্যে সেনাবাহিনীর গবাদিপশু চিকিৎসা
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ সেনাবাহিনীর সাভার অঞ্চল কর্তৃক প্রান্তিক কৃষকদের গবাদিপ্রাণী ও হাঁস-মুরগীর বিনামূল্যে কৃমিনাশক ও অসুস্থ গবাদিপ্রাণী ও হাঁস-মুরগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।


বুধবার সকালে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের জাথালিয়া আলাল শিকদার উচ্চ বিদ্যালয় মাঠে এ চিকিৎসা সেবার উদ্বোধন করা হয়।


আরভিএন্ডএফ ডিপা এবং মিলিটারি ফার্ম সাভার এর ব্যবস্থপনায় এ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান উদ্বোধন করেন কর্নেল এসএম আজিজুল করিম হুসাইনী।


একদিনের এই চিকিৎসা ক্যাম্প ২ হাজার ১৫টি গরু, ৭৬টি মহিষ, ৫৬৬টি ছাগল/ভেড়া ও ১২ হজার ৫০০টি হাঁস-মুরগীর বিনামূল্যে টিকা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। কালিয়াকৈর উপজেলা প্রাণীসম্পদ বিভাগ উক্ত ক্যাম্প পরিচালনায় সহযোগিতা করে।


চিকিৎসা ক্যাম্পে ছিলেন, কর্নেল মুহাম্মদ রেজাউল করিম, মেজর প্রকাশ কুমার দাস, মেজর প্রণব কুমার দাস ও ক্যাপ্টেন ওমর ফারুক। এ ছাড়া সেনাবাহিনীর সাভার অঞ্চলের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/তুহিন/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com