শিরোনাম
বিইউবিটি শিক্ষার্তীর মৃত্যু
সেই ঘাতক বাসচালক গ্রেফতার
প্রকাশ : ০৪ জুলাই ২০১৮, ১৯:১৬
সেই ঘাতক বাসচালক গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৈয়দ মাসুদ রানার মৃত্যুর ঘটনায় ঘাতক বাসচালককে গ্রেফতার করেছে শাহআলী থানা পুলিশ। তার নাম মো. হানিফ ওরফে মুন্না (৩৪)।


শাহআলী থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, ঘাতক বাসের চালককে শনাক্ত করার পর বুধবার সকালে লক্ষ্মীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। এখন তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।


গত সোমবার সকালে মিরপুর বিইউবিটি বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের ছাত্র সৈয়দ মাসুদ রানা রিকশাযোগে ক্যাম্পাসে যাচ্ছিলেন। তার রিকশাটি ঈদগাহের পাশের রাস্তায় এলে দিশারী পরিবহনের একটি বাস রিকশাটিকে ধাক্কা দেয়।


মাসুদ রানা ও রিকশাচালককে উদ্ধার করে শেরেবাংলা নগরের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুদ রানাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে শাহআলী থানায় মামলা করা হয়।


এদিকে, মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত ওই ক্যাম্পাসের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে। এছাড়া ঘাতক চালক গ্রেফতার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দেয়।


বিবার্তা/খলিল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com