শিরোনাম
মৌলভীবাজারে বন্যার স্থায়ী সমাধানের দাবিতে অবস্থান কর্মসূচি
প্রকাশ : ০৪ জুলাই ২০১৮, ১৮:০৫
মৌলভীবাজারে বন্যার স্থায়ী সমাধানের দাবিতে অবস্থান কর্মসূচি
মৌলভীবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ধলাই ও মনু নদী খনন এবং স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মৌলভীবাজারে অবস্থান কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। ‘মনু বাঁচাও, ধলাই বাঁচাও, বাঁচাও প্রতিবেশ’ স্লোগানে বুধবার সকাল ১১টা থেকে দুই ঘণ্টাব্যাপী ওই কর্মসূচি পালন করেন তারা।


এ সময় বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান, প্রেসক্লাব সভাপতি আবদুল হামিদ মাহবুব, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধা পদ দেব সজল, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শান্তি পদ ঘোষ, এম এ রহিম শহিদ (সি আই পি), জেলা পরিষদ সদস্য হাসান আহমদ জাবেদ, সাংস্কৃতিক কর্মী আসম সালেহ সোহেল, বিজনেস ফোরামের সভাপতি মো. নুরুল ইসলাম কামরান, সাধারণ সম্পাদক মো. সুমন আহম্মদ প্রমুখ।



বক্তারা বলেন, মনু ও ধলাই পাড়ের জনগোষ্ঠী বারবার নদের বাঁধ ভেঙে বন্যার সম্মুখীন হচ্ছেন। নদীর গভীরতা কমে যাওয়ায় নাব্যতা সংকট দেখা দিয়েছে। ফলে অল্প পানি বাড়লেই বন্যার সৃষ্টি হচ্ছে। কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে। এই সমস্যার স্থায়ী সমাধান না করলে আগামীতে আরো ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে মৌলভীবাজার।


বিবার্তা/আরিফ/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com